Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আয়ারল্যান্ডের চূড়ান্ত দলে নেই গেটকেট-ম্যাককার্থি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

গত মাসের শুরুতে বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল আয়ারল্যান্ড। আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী অক্টোবরের শুরুতে ১৫ জনের স্কোয়াড বেছে নেওয়ার কথা তখনই জানায় আয়ারল্যান্ড ক্রিকেট। সেই ধারাবাহিকতায় গতকাল চূড়ান্ত দল ঘোষণা করেছে তারা। আর তাতে জায়গা হয়নি শেন গেটকেট ও ব্যারি ম্যাককার্থির। বাদ পড়েছেন নতুন মুখ গ্রাহাম কেনেডিও। বাদ পড়া তিন জন অবশ্য থাকবেন দলের সঙ্গে, রিজার্ভ হিসেবে।

আয়ারল্যান্ডের হয়ে ২৩ টি-টোয়েন্টি খেলেছেন গেটকেট। ওভারপ্রতি ৮.৪১ রান দিয়ে উইকেট নিয়েছেন ১৬টি। ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি। ম্যাককার্থি ১৫ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন ওভারপ্রতি প্রায় দশের মতো রান দিয়ে। আর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার কেনেডি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ২২টি। ওভার প্রতি ৬.৮৯ রান দিয়ে তার উইকেট ১৭টি। অভিজ্ঞ গেটকেট-ম্যাককার্থির জায়গা না হলেও আছেন বেন হোয়াইট, নেইল রকের মতো নতুনরা। জায়গা ধরে রেখেছেন লম্বা সময় পর দলে ফেরা গ্যারেথ ডেলানি।

গত বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে খেলার পর গতপরশু সংযুক্ত আরব আমিরাত ম্যাচ দিয়ে ফেরেন এই লেগ স্পিনার। দেশের হয়ে এখন পর্যন্ত ২৫ টি-টোয়েন্টি খেলে ১৯ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও অবদান রাখার সামর্থ্য আছে তার। দুই ফিফটিতে এই সংস্করণে রান আছে ৪৬১। বিশ্বকাপের প্রাথমিক পর্বে ‘এ’ গ্রুপে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নামিবিয়া। আগামী ১৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।
অপেক্ষমান : শেন গেটকেট, গ্রাহাম কেনেডি, ব্যারি ম্যাককার্থি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আয়ারল্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ