প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে অভিনয় দম্পতি অ্যালেক বল্ডউইন- কিম ব্যাসিঙ্গারের মডেল কন্যা আয়ারল্যান্ড ব্যাসিঙ্গার। ২৬ বছর বয়সী মডেল মস্তক মুণ্ডিত করেই তাৎক্ষণিক একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। এছাড়া বড় হওয়া চুল প্লাটিনাম ব্লন্ড করে তিনি আরও ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন : “আমি এমন কিছু করব না বলবে না কারণ আমি তা করবই।” তিনি আরও লিখেছেন : “যা ভীত করে তা কর। এমন কাজ কর যা তিমি কখনও করবে না।” তিনি লিখেছেন : “১৭ বছর বয়স থেকে অনেক বছর ধরে ব্লিচ করা এবং মডেলিংয়ের কারণে চুলের অনেক ক্ষতি হয়েছিল।” “নতুন করে শুরু করাটা অনেক আগেই দরকার ছিল। অবশেষে তাই করলাম।” ২০১৩তে আয়ারল্যান্ড আইএমজির সঙ্গে চুক্তিবদ্ধ হন। তিনি জানান, “আমি অনেকদিন ধরেই এমনটা করতে চেয়েছি, তবে ভীত ছিলাম। অন্যরা কী ভাবল তাতে যায় আসে না। এখন নিজেকে আরও সুন্দর লাগছে।” বলাই বাহুল্য আয়অরল্যান্ডের স্বজন আর বন্ধুরাও তার এই কাজে বিস্মিত হয়েছে। প্যারিস হিল্টন ইমোজির মাধ্যমে তার কেশ বিসর্জনের প্রশংসা করেছে। হিলারি ডাফ, গায়ক বিশপ ব্রিগস, টেস হলিডেও প্রশংসা করেছেন। মা কিমও তাদের দলভুক্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।