Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্যে নোবেল পেলেন আবদুর রাজ্জাক গুরনাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ঔপন্যাসিক আবদুর রাজ্জাক গুরনাহ। ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার আপোসহীন ও সহানুভ‚তিশীল লেখনির জন্য এ স্বীকৃতি দেয়া হয়েছে। সংস্কৃতি ও মহাদেশগুলোতে শরণার্থীদের ভাগ্য নিয়েও লিখেছেন এ সাহিত্যিক।

১৯৪৮ সালে তানজানিয়ার জানজিবারে জন্ম গুরনাহর। ১৯৬০ সালের শেষ দিকে শরণার্থী হিসেবে আমেরিকা চলে আসেন। পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটি অব কেন্টের সাহিত্যের অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। স¤প্রতি তিনি চাকরি জীবন থেকে অসবর নিয়েছেন।

এ পর্যন্ত ১০টি উপন্যাস লিখেছেন এ লেখক। তার বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে- মেমোরি অব ডিপার্চার (১৯৮৭), প্যারাডাইস (১৯৯৪), বাই দ্য সি (২০০১) ও ডেজারশন (২০০৫)। এছাড়াও তিনটি ছোটগল্পের বই এবং প্রবন্ধ রয়েছে তার।

এর আগে ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্রের কবি ল্যুইস গøুক। সরল ও সৌন্দর্যময় সুস্পষ্ট কাব্যিক কণ্ঠস্বরের জন্য তাকে এ পুরস্কারে ভ‚ষিত করা হয়। ৪ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে চলতি বছর নোবেল পুরস্কার দেওয়া শুরু করেছে নোবেল কমিটি। ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান।

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিনজন। তারা হলেন জাপানি আবহাওয়াবিদ স্যুকুরো মানাবে, জার্মান পদার্থবিজ্ঞানী ক্লাউস হাসেলমান এবং ইতালিয়ান পদার্থবিদ জর্জিও পারিসি। এ বছর রসায়নে নোবেল পেয়েছেন বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ডবিউসি ম্যাকমিলান। অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালাইসিসের উদ্ভাবনের জন্য তারা এই পুরস্কার পেয়েছেন। সূত্র : লেটেস্টলি।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৮ অক্টোবর, ২০২১, ১:২৩ এএম says : 2
    অসংখ্য মানুষের মৃত্যু রক্তাক্ত জনপদ পার্বত্য চট্টগ্রামের শান্তি তখন আন্তর্জাতিক সংবাদ পত্রে শিরোনাম ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসনীয় সিদ্ধান্তের অভিনন্দন। আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ছিল শান্তির পক্ষে যুদ্ধের মত পরিস্থিতিতে বিশালাকার ভূমিকার জন্যে নোবেল কমিটি বাংলাদেশের প্রধানমন্ত্রী কে শান্তিতে নোবেল পুরুস্কার দিবেন। আন্তর্জাতিক রাজনীতির স্বীকার হলো আমাদের প্রধানমন্ত্রী। নিকটবর্তী সময় জলন্ত অগ্নিকাণ্ডেরমতো ভয়ানক গনহত‍্যার স্বীকার রোহিঙ্গাদের উপর কিয়ামতের যন্ত্রণা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বিশ্ব মিডিয়াই সামনে লক্ষ লক্ষ মানুষের জীবন বাচানোর জন্যে ঐক্যবদ্ধ ছিল গোটাজাতির অভিবাবক মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী। মানবতার পক্ষে মানবিকতার পক্ষে দিবা রাত্রির সত্য লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করা আশ্রয় দিয়ে নিজে ঘোষণা করা প্রযোজনে আমরা একবেলা খাব।শতভাগ নিশ্চিত এটি বিশ্ব মানবতার পক্ষে শান্তিতে নোবেল প্রাইজ প্রাপ্তিরকাজ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই সম্মান মর্যাদা থেকে বঞ্চিত করা হলো। বাংলাদেশের মানুষ নোবেলজয়ীদের আমরা দেখছি ইতিমধ্যে নোবেলজয়ী নিয়ে বিতর্ক হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের মাঝে মানবতার যে নজির দৃষ্টান্ত স্থাপন করেছেন তার জন্যে নোবেল কমিটি আগামীতে অবশ্যই শান্তিতে নোবেলজয়ী হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে নির্বাচিত করবেন আশাবাদী। সাহিত্য নোবেল প্রাইজ পাওয়া আব্দুর রাজ্জাক অভিনন্দন।
    Total Reply(1) Reply
    • ৮ অক্টোবর, ২০২১, ৭:০৩ এএম says : 0
  • A H M Noman ৮ অক্টোবর, ২০২১, ৭:০১ এএম says : 1
    Alhamdulillah n congratulations
    Total Reply(0) Reply
  • Ashraf Zaman ৮ অক্টোবর, ২০২১, ৭:০১ এএম says : 1
    অভিনন্দন মুসলিম সাহিত্যিককে
    Total Reply(0) Reply
  • Mohammad Gias Chowdhury ৮ অক্টোবর, ২০২১, ৭:০২ এএম says : 0
    Congratulations
    Total Reply(0) Reply
  • তানিম আশরাফ ৮ অক্টোবর, ২০২১, ৭:০২ এএম says : 0
    অভিনন্দন জানাই কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক মহোদয়কে।
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ৮ অক্টোবর, ২০২১, ৭:০৩ এএম says : 0
    সাহিত্যে আব্দুলরাজাক গুরনাহ নোবেল পেয়েছেন।তিনি তাঞ্জানিয়া বংশদ্বোত ঔপন্যাসিক। অভিবাসী ও উপসাগরীয় শরনার্থীদের জীবনযাত্রার উপর লেখা উপন্যাসের জন্য তিনি এবার নোবেল পেলেন।তাকে অভিনন্দন
    Total Reply(0) Reply
  • ধন্যবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোবেল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ