Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্গাপূজায় ডিজে পার্টি আতশবাজি নয়

সিএমপি কমিশনার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

আসন্ন দুর্গাপূজায় পূজামন্ডপে ডিজে পার্টি এবং কোনো ধরনের আতশবাজি না করার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার (সিএমপি) সালেহ মোহাম্মদ তানভীর। গতকাল সিএমপি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার নগরীর ২৭৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর এসব মন্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। তিনি বলেন, পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত মহানগর এলাকায় ট্রাফিক ব্যবস্থাসহ সব ধরনের বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেকোনো মাধ্যমে গুজবে কান না দিয়ে পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি। পূজার আমেজকে সম্প্রীতি ও আনন্দ উৎসবে পরিণত করতে হবে। কোনো অপরাধকে সুযোগ দেব না। মন্ডপে স্বাস্থ্যবিধি মানারও পরামর্শ দেন তিনি। সংবাদ সম্মেলনে সিএমপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্গাপূজা

১৪ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ