Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অকাস : ক্ষোভ যায়নি ফরাসি প্রেসিডেন্টের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্র, বৃটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত অকাস নামের পারমাণবিক ও সামরিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ ফ্রান্সে। ওই চুক্তির ফলে ফ্রান্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক‚টনৈতিক সম্পর্কে যে ক্ষতি হয়েছে, তা মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মধ্যে সংশয়। দুই দেশের মধ্যে বহু আগের যে মিত্রতা তা এখন যথাস্থানে আছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন ম্যাখোঁ। অনলাইন পলিটিকো এক প্রতিবেদনে এ নিয়ে বিশ্লেষণ করেছে। প্রায় তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র, বৃটেন এবং অস্ট্রেলিয়া নতুন এক পারমাণবিক চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় আকস্মিকভাবে। এই চুক্তির অধীনে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির প্রযুক্তি হস্তান্তর করবে যুক্তরাষ্ট্র। কিন্তু এর আগেই কয়েক শত কোটি ডলারের সাবমেরিন তৈরির জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছিল অস্ট্রেলিয়া। অকাস চুক্তির ফলে ফ্রান্সের সঙ্গে চুক্তি বাতিল করে তারা। কয়েক শত কোটি ডলারের এমন চুক্তি হারিয়ে ক্ষোভ যেন উদগীরণ হচ্ছে ফ্রান্স থেকে। এমন অবস্থায় ফ্রান্সের ক্ষোভকে প্রশমিত করতে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এখনও তার সেই প্রচেষ্টা চলমান। ওদিকে সেøাভেনিয়ায় তথাকথিত ‘স্ট্র্যাটেজিক অটোনমি’ বা কৌশলগত স্বায়ত্তশাসন নিয়ে আলোচনা করতে সেøাভেনিয়ায় সমবেত হয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। সেখানে মঙ্গলবার সন্ধ্যায় পৌঁছেন ইমানুয়েল ম্যাখোঁ। পলিটিকো লিখেছে, তিনি যে এখনওক্ষুব্ধ এটা পরিষ্কার। পলিটিকোর সাংবাদিক তার কাছে জানতে চেয়েছিলেন, তিনি কি এখনও এ বিষয়ে আস্থা রাখেন যে, ফ্রান্সকে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে স্বীকৃতি দেন বাইডেন? জবাবে ম্যাখোঁ ইংরেজিতে বলেন- উই উইল সি। অর্থাৎ আমরা সেটা দেখবো। আমি শুধু সত্যে বিশ্বাস করি। আমি আশাবাদী। আমি মনে করি এর যথার্থতা রয়েছে। আরও মনে করি আমাদের উভয়ের জন্য অধিক ফলপ্রসূ হবে তা। অক্টোবরে আমাদের আলোচনার জন্য একত্রিত হওয়ার কথা রয়েছে। জি-২০ শীর্ষ সম্মেলনের সময় আমাদের কথা হবে। আমি মনে করি, আমাদেরকে খুব দৃঢ়তার সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার এটা একটা সঠিক উপলক্ষ হবে। অকাস চুক্তি ঘোষণা দেয়ার পর ওয়াশিংটন থেকে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে নেন ইমানুয়েল ম্যাখোঁ। তারপর বেশ কয়েকদিন তিনি জো বাইডেনের ফোনকল ধরতে অস্বীকৃতি জানান। পলিটিকো লিখেছে, অকাস চুক্তির কারণে অস্ট্রেলিয়ার সঙ্গে ৫০০০ কোটি ইউরোর চুক্তি হারিয়েছে ফ্রান্স। শেষ পর্যন্ত বাইডেন ও ইমানুয়েল ম্যাখোঁ যখন কথা বললেন, তখন বাইডেন তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন এই বলে যে, ফ্রান্সকে এভাবে অন্ধকারে রাখা উচিত হয়নি যুক্তরাষ্ট্রের। পলিটিকো।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ