মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের বিমান সংস্থা স্কাইআপ এয়ারলাইন্স বিমান ক্রুদের পোশাকে পরিবর্তন আনছে। হাইহিল, পেন্সিল স্কার্টের পরিবর্তে তাদেরকে দেয়া হচ্ছে আরামদায়ক জুতা (স্নিকার) এবং ট্রাউজার। ইউক্রেনে এই বিমান সংস্থাটি সবচেয়ে কম খরচের। ফলে ২০১৬ সালে তা প্রতিষ্ঠিত হওয়ার পর এই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এমনকি সবচেয়ে বড় এয়ারলাইন্সগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। কিন্তু এর ক্রু, বিশেষ করে নারী কর্মীদের অধিক স্বস্তির জন্য পোশাকে পরিবর্তন আনার নীতি গ্রহণ করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। স্কাইআপ এয়ারলাইন্স স্টাফদের ওপর একটি জরিপ পরিচালনা করে। তাতে দেখা যায়, নারীকর্মীরা হাইহিল, পেন্সিল স্কার্ট ও টাইট বøাউজ পরে অস্বস্তিকর অবস্থায় পড়েন। তাদের পছন্দ ঢিলেঢালা, একটু আরামদায়ক পোশাক। এক্ষেত্রে তারা যখন ফ্লাইটে থাকেন তখন স্নিকার ও ট্রাউজারকে বেশি পছন্দ বলে রায় দেন। ফলে বিমান সংস্থাও তাদের মতের মূল্য দিচ্ছে। তারা পোশাকে পরিবর্তন আনছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দারিয়া সোলোমেনায়া (২৭) বিবিসিকে বলেছেন, কিয়েভ থেকে জাঞ্জিবার পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে ১২ ঘন্টার জার্নি। এতটা সময় হাইহিল পরে থাকা খুব বেদনার। এমন জুতা পরে হাঁটা খুব কষ্টের। এর মধ্যে রয়েছে চার ঘন্টার নিরাপত্তা তল্লাশি ও ক্লিনিং। তিনি বলেন, স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও আমার অনেক স্থায়ী সহকর্মীকে ডাক্তারের কাছে ছুটে যেতে হয়। কারণ, দীর্ঘ সময় হাইহিল পরে থাকার কারণে পায়ের আঙ্গুল ও আঙ্গুলের নখে মারাত্মক ক্ষত দেখা দেয়। আঁটোসাঁটো স্কার্ট ও হিল পরার ফলে আরো অনেক সমস্যা দেখা দেয়। তিনি আরো বলেন, যখন কোনো বিমান পানিতে জরুরি অবতরণ করে, তখন দৌড়ে গিয়ে পাখার ওপর বহির্গমন দরজা খুলে দিতে হয় ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের। সেটা করতে একজন ক্রুকে মানুষের ওপর দিয়ে একরকম লাফিয়ে যেতে হয়। একবার কল্পনা করুন, তখন যদি তিনি পেন্সিল স্কার্ট পরা থাকেন, তাহলে কি অবস্থা হতে পারে। ফলে স্কাইআপ এয়ারলাইন তাদের রীতিতে পরিবর্তন এনেছে। এ বিষয়ে তারা একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, শিগগিরই যাত্রীরা নতুন স্কাইআপ চ্যাম্পিয়ন্স ইউনিফরম পরা অবস্থায় দেখতে পাবেন ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের। এর মধ্যে হাইহিলের পরিবর্তে থাকবে নাইকি’র এয়ারম্যাক্স ৭২০ স্নিকার বা জুতা। বিবিসি, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।