পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক
এবার রাজধানীতে খুন হয়েছেন হুমায়রা জাহান নামে সাবেক এক বিমানবালা। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর রাজাবাজারের ইন্দিরা রোডের একটি তিনতলা বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। হুমায়রা কাতার এয়ারওয়েজে বিমানবালার চাকরি করতেন বলে জানা গেছে।
পুলিশের দাবি, স্বামী পরিত্যক্তা ওই বিমানবালা একাই সেখানে থাকতেন। মাঝে মাঝে তার সঙ্গে একজন ‘বয়ফ্রেন্ড’ দেখা করতে আসতেন। তিনদিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪৪/এইচ পশ্চিম রাজাবাজারের ছয়তলা বাসার ৩য়তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, গত কয়েক দিনে বেশ কয়েকটি আলোচিত হত্যার ঘটনা ঘটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কাশিমপুর কারাগারের সাবেক প্রধান কারারক্ষী, কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা বন্ধুসহ খুন হওয়ার ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।