Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩শ’ রুশ কুটনীতিক বহিষ্কারের আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার ৩০০ ক‚টনীতিককে বহিষ্কারের আহবান জানিয়েছেন একাধিক মার্কিন সিনেটর। যদি রাশিয়ায় ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করতে মার্কিনিদের পর্যাপ্ত ভিসা না দেয়, তবে মস্কোর ক‚টনীতিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহবান জানান তারা। মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ডেমোক্র্যাটস বব মেনেন্দেজ, মার্ক ওয়ার্নার এবং রিপাবলিকান জিম রিশ ও মার্কো রুবিও’র নতুন করে এমন মন্তব্যে ওয়াশিংটন-মস্কোর উত্তেজনা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়া চলতি মাসের আগস্টে মস্কোর মার্কিন দূতাবাসকে রাশিয়ান বা তৃতীয় দেশের কর্মীদের ধরে রাখা, নিয়োগ দেওয়া বা চুক্তি করতে নিষেধ করেছে। ১৮২ কর্মচারী এবং বেশ কয়েক ঠিকাদারকে ছেড়ে দিতে বাধ্য করেছে। এদিকে মস্কোতে যুক্তরাষ্ট্রের মাত্র ১০০ ক‚টনীতিক রয়েছে, বিপরীতে যুক্তরাষ্ট্রে মস্কোর ৪০০ ক‚টনীতিক আছে বলে জানান সিনেটররা। যদিও এ বিষয়ে হোয়াইট হাউজ ও মার্কিন পররাষ্ট্র দফতরের মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ