মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০৫০ সাল নাগাদ বিশ্বের ৫০০ কোটিরও বেশি মানুষ পানি সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বিশ্ব আবহাওয়া সংস্থা নতুন এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে। ‘দ্য স্টেট অব ক্লাইমেট সার্ভিসেস ২০২১ : ওয়াটার’ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে বিশ্বের ৩৬০ কোটি মানুষ অন্তত পক্ষে এক মাস পানির পর্যাপ্ত সরবরাহ পায় না। সংস্থার প্রধান পিট্টিরি তালাস বলেছেন, ‘পানির সংকট মোকাবিলা করতে হবে।’ বিশ্ব আবহাওয়া সংস্থা জোর দিয়ে বলেছে, গত ২০ বছর ধরে ভ‚পৃষ্ঠে তুষার ও বরফে সঞ্চিত পানির স্তর প্রতি বছর এক সেন্টিমিটার হারে কমে এসেছে। সবচেয়ে বেশি কমেছে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে। তবে অনেক জনবহুল নিম্নভ‚মির এলাকাগুলোতে যেখান থেকে ঐতিহ্যগতভাবে পানি সরবরাহ হতো সেসব এলাকায় উল্লেখযোগ্য হারে পানির পরিমাণ কমেছে। সংস্থাটি বলেছে, পানির নিরাপত্তার জন্য বড় ধরনের প্রভাব রয়েছে, কারণ পৃথিবীতে মাত্র শ‚ন্য দশমিক ৫ শতাংশ পানি ব্যবহারযোগ্য এবং মিষ্টি পানি পাওয়া যায়। পিট্টিরি তালাস বলেছেন, ‘ক্রমবর্ধমান তাপমাত্রার ফলে বৈশ্বিক ও আঞ্চলিক বৃষ্টিপাতে পরিবর্তন হয়, যার ফলে বৃষ্টিপাতের ধরন এবং কৃষি মৌসুম পরিবর্তিত হওয়ার প্রধান প্রভাব খাদ্য নিরাপত্তা, মানুষের স্বাস্থ্য ও সুস্থতার ওপর।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।