Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে হত্যাকান্ডের ৯ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ৩:৫৪ পিএম

নীলফামারীর সৈয়দপুরে ইঞ্জিন মিস্ত্রি সাব্বির হোসেন ওরফে কালু হত্যাকান্ডের ঘটনায় ৯ ঘন্টার মধ্যে মাসুদ রানা (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যাক্তি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ার আইজুল হকের পুত্র।
পুলিশ জানায়, নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে মাসুদকে রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী বাজার থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুদ একজন মাদকসেবি ও ছিঁচকে চোর। চুরির দায়ে দুইবার কারাদন্ড হয়েছিল।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বিসিক শিল্প নগরী সংলগ্ন একটি পুকুরের পাড় থেকে সাব্বির হোসেন কালু মরদেহ উদ্ধার করে পুলিশ। কালু সৈয়দপুর শহরের নিয়ামতপুর চামড়া গুদাম ক্যাম্পের মৃত নাসিম উদ্দিন ড্রাইভারের পুত্র।
এ ঘটনায় নিহতের স্ত্রী আদুরী বিকেল ৩টার সময় নিজে বাদী হয়ে নিহতের কাজের সহকারী আশেদ খান ওরফে মাস্টারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে ৩০২/০৪ পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল সারোয়ার হোসেন জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলা দায়ের করার ৯ ঘন্টার মধ্যে নিহতের মোবাইল ফোন সহ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ