গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নিহত ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ এবং পরনে জিন্সপ্যান্ট এবং টিশার্ট ছিল।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই যুবককে জরুরি বিভাগে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির বরাত দিয়ে তিনি বলেন, কারওয়ানবাজার প্রিন্স হোটেলের সামনে ছিনতাইকারীরা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় ওই যুবক বাধা দেন। তখন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
রক্তাক্ত অবস্থায় পথচারীরা উদ্ধার করে তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
নিহতের পেটে ও বাম হাতে ছুরিকাঘাতের জখম রয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।