বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সীতাকুণ্ডে চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে সুলতান আহমদ (৫৫) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ সময় ইকবাল হোসেন (৩০) নামের এক যুবকও আহত হয়েছেন। তিনি নিহতের ভাতিজা বলে জানা গেছে। নিহত সুলতান আহমদ উপজেলার ভাটিয়ারী জাহানাবাদ খাদেমপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে। রোববার ভোর ৫টায় ভাটিয়ারী জাহানাবাদ খাদেমপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান সুলতান আহমদ ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে দেখেন, এক চোর ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। এ সময় সুলতান চোর-চোর চিৎকার করে তাকে ধরে ফেলে। এক পর্যায়ে ওই চোর সুলতানের ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে সুলতান গুরুত আহত হন। পরে সুলতানের চিৎকার তার ভাতিজা এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে ওই চোর পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।