পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে যেখানে সেখানে মিলছে লাশ। ধানক্ষেত, সড়ক, খাল, নদী, পাহাড়ে বিদ্যুতের টাওয়ারেও লাশ মিলেছে। এরমধ্যে অজ্ঞাতনামা লাশও রয়েছে। মহানগর ও জেলা পুলিশ গত দুই সপ্তাহে ১৫ জনের লাশ উদ্ধার করেছে। তাদের অনেকের পরিচয় জানা যায়নি। পরিচয় না পাওয়ায় খুনের রহস্যও উদঘাটন হয়নি। বেওয়ারিশ হিসাবে কয়েক জনের লাশ দাফন করা হয়েছে।
চলতি বছরের নয় মাসে বেওয়ারিশ হয়েছেন ১৭৪ জন। সেই হিসাবে চট্টগ্রামে মাসে ১৯ জনের বেশি বেওয়ারিশ হচ্ছেন। প্রতিদিন মহানগরী ও জেলায় একাধিক আত্মহত্যার ঘটনা ঘটছে। গত দুই সপ্তাহে কিশোরী, গৃহবধূ, যুবকসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা বলছেন, পারিবারিক কলহ-বিরোধ এবং স্বার্থের দ্বন্দ্বে খুনের ঘটনা বাড়ছে। অনেকে গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। ডাকাত, ছিনতাইকারীদের হাতেও খুনের ঘটনা ঘটছে। খুনের পর লাশ ফেলে দেওয়া হচ্ছে খাল, নদী ও সাগরে। পরিচয় শনাক্ত করে এসব খুনের রহস্য উদঘাটনে হিমশিম খেতে হচ্ছে পুলিশ বাহিনীকে। তবে গত কয়েকটি দিনে সংগঠিত কয়েকটি হত্যকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করা হয়েছে। খুনিরাও ধরা পড়েছে।
সর্বশেষ সোমবার রাতে জেলার চন্দনাইশ উপজেলার বরমা এলাকায় সাঙ্গু নদী থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় মিলেনি এখনও। রোববার আনোয়ারার বরুমছড়া রাস্তার উপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আগের দিন ভোরে আনোয়ারা সদরের ইছামতি এলাকা থেকে আবদুল্লাাহ আল মাসুম নামে এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
তার পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে দীপ্ত দত্ত নামে একজনের মোটর সাইকেলে চড়ে মাসুম ইছামতি এলাকায় যায়। পরে সড়কের পাশে বাঁশের ঝাড়ে তার লাশ মিলে। তাকে হত্যা করা হয়েছে বলেও পরিবারের দাবি। মাসুম আনোয়ারার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফের পুত্র। শনিবার মীরসরাইয়ে একটি করাতকলের নৈশপ্রহরী নুরুল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। বড় কমলদহ এলাকার করাতকলে পানির মোটর ও ট্রান্সফরমারের কয়েল চুরি করার সময় বাধা দেয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তাকে হাঁত-পা বেঁধে হাতুড়ি ও গাছ দিয়ে পিটিয়ে হত্যা করে চোরের দল।
গত ২৭ সেপ্টেম্বর নগরীর খুলশী থানার জালালাবাদ জমির হাউজিং এলাকা থেকে নেজাম পাশা নামে এক বাড়ির মালিকের লাশ উদ্ধার করে পুলিশ। ওই এলাকায় তিনি সাততলা ভবন নির্মাণ করছিলেন। সেই ভবনের জন্য নির্মাণ সামগ্রী দারোয়ান হাছানের কাছ থেকে কিনতে মালিককে চাপ দেয়া হচ্ছিল। দাবি রক্ষা না করায় মালিক নেজাম পাশাকে দারোয়ান হাত-পা বেঁধে হত্যা করে। দারোয়ান মোহাম্মদ হাছানকে দুই দিন পর গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হাছান খুনের দায় স্বীকার করেন। গত ৩০ সেপ্টেম্বর জালালাবাদ এলাকায় রূপসী পাহাড়ের বিদ্যুতের টাওয়ারে ঝুলন্ত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, হতভাগ্য মো. খোকনকে হত্যার পর লাশ বিদ্যুতের টাওয়ারে ঝুলিয়ে রাখা হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খোকনের গ্রামের বাড়ি নোয়াখালী হলেও তার জন্ম জমির হাউজিং এলাকায়। সেখানে চাষাবাদ করতেন তিনি।
২৫ সেপ্টেম্বর কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী সড়কের ধানক্ষেত থেকে মুহাম্মদ শাকিল নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, অটোরিকশা ও মোবাইল ছিনতাই করতে শাকিলকে হত্যা করা হয়। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। তাদের দুজন খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তারা জানায়, শাকিলের অটোরিকশাটি ছিনতাই করতে তাকে শ^াসরোধে হত্যা করে লাশ ধানক্ষেতে পেলে দেওয়া হয়। ২০ সেপ্টেম্বর কর্ণফুলী নদীর ৫ নম্বর জেটি এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। বন্দরের নিরাপত্তা বিভাগের সদস্যরা লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি গলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।
২১ সেপ্টেম্বর লোহাগাড়ার জঙ্গল পদুয়ার আশ্রায়ণ প্রকল্প সংলগ্ন খালের পাড় থেকে মেঘনাথ দে নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। দুইদিন আগে তিনি নিখোঁজ হন। ২২ সেপ্টেম্বর বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের রাতাখোর্দ বেড়িবাঁধের কিনার থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। জোয়ারে সাগর থেকে ভেসে আসা লাশের কোন পরিচয় মিলেনি। ২৩ সেপ্টেম্বর চন্দনাইশের দোহাজারি হাছনদণ্ডি কলারপাড়া পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় নালা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরিচয় নিশ্চিত হতে তার ফিঙ্গার প্রিন্ট, ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর রাউজানের একটি ইটভাটার পাশ থেকে মোহাম্মদ শফি ওরফে বালি শফি নামে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। শফি রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইসহাক কোম্পানির বাড়ির সৈয়দ আহমদের ছেলে। একই দিন হাটহাজারীর দক্ষিণ মাদার্শার মদুনাঘাট এলাকা থেকে নুরুল হক (৬০) নামে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার পৌর এলাকার উত্তর হাজিপাড়ার বাসিন্দা। পরদিন পশ্চিম সুজানগর এলাকায় পরিত্যক্ত ব্রিকফিল্ড থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ২৯ সেপ্টেম্বর স্বামী জাহাঙ্গীরের সাথে তার ভাই আলমগীরের জমি নিয়ে বিরোধের জেরে মীরসরাইয়ের ইছাখালি ইউনিয়নে স্বামীর হাতে খুন হন স্ত্রী রিজিয়া বেগম। এই ঘটনায় জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে বাড়ছে রেওয়ারিশ লাশের সংখ্যা। আঞ্জুমান মুফিদুল ইসলাম গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৭৪ জনের লাশ দাফন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।