Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট সফরে এসেই লুৎফুর রহমানের কবর জিয়ারতে পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১১:৫৪ এএম

সিলেটে একদিনের সফরে এসেই জলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের কবর জিয়ারত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এমপি। আজ মঙ্গলবার সকাল ১০টায় সিলেট ওসমানী বিমানবন্দরে নেমেই সরাসরি চলে যান হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে তিনি। সেখানে এডভোকেট লুৎফুর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও জিয়ারত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
এসময় তার সাথে ছিলেন মহানগর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর মারা যান জেলা আ’লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে ছিলেন। সেখান থেকেই শোকবার্তা পাঠান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ