Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

এক শর্তে অস্ট্রেলিয়া যাবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১১:৫১ পিএম

অ্যাশেজ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারণ ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে বেঁধে দিয়েছে একটি শর্ত। আর শর্তটি হলো ইংল্যান্ডের সেরা খেলোয়াড়রা যদি খেলতে যান তবেই অ্যাশেজে অংশ নিতে অস্ট্রেলিয়া যাবে ইংলিশ বহর।

করোনা ভাইরাসের কারণে কড়াকড়ি নিয়ম আরোপ করেছে অস্ট্রেলিয়া। আর এ নিয়মের বেড়াজালে পরে এখন ইংলিশ ক্রিকেটারদের পরিবারের সদস্যরা যেতে পারবে না তাদের সঙ্গে। কিন্তু ইংল্যান্ডের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ক্রিসমাসের সময় পরিবারকে ছাড়া থাকতে অপারগতা জানিয়েছেন। এর মধ্যে রয়েছেন অধিনায়ক জো রুট ও জস বাটলার। এতদিন শোনা যাচ্ছিল কেউ যেতে না চাইলে তার বদলে অন্য কোন খেলোয়াড়কে পাঠাবে তারা। কিন্তু আজ নিজেদের মধ্যে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

আগামী ৮ ডিসেম্বর পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ