Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাংচুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর রাতে ব্রাইটনে লেবার পার্টির বার্ষিক কনফারেন্স শেষে বাড়ি ফেরেন হ্যাম্পস্টেড ও কিলবার্নের এমপি টিউলিপ সিদ্দিক। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি দেখতে পান বাড়ির সামনে পার্ক করা তার গাড়িটি কে বা কারা ভাঙচুর করে রেখে গেছে।
এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যমকে টিউলিপ জানিয়েছিলেন, হামলাকারীরা গাড়ির দরজার কাঁচ ভেঙে ফেলেছে এবং গাড়ির ছাদে রাজনৈতিক বার্তা লিখে রেখে গেছে। তবে ঠিক কী লেখা হয়েছিল তা বলেননি তিনি। ঘটনার প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, ‘যেসব শব্দ লিখে যাওয়া হয়েছে তাতে পরিষ্কার যে, এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি একটি উদ্দেশ্যমূলক হামলা’। এ ধরনের হেনস্থা করে তাকে দায়িত্ব থেকে সরানো যাবে না বলেও জানিয়েছেন তিনি; বলেছেন, এতে ভীত নন তিনি, তার কাজ করেই যাবেন।
হামলার পর লেবার পার্টির শীর্ষ নেতারা ফোন করেছেন টিউলিপ সিদ্দিককে। হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলিও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফোন করেছেন তাকে। ২০১৫ সালে যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে হ্যাম্পস্টেড-কিলবার্ন থেকে এমপি নির্বাচিত হন টিউলিপ। সূত্র : গার্ডিয়ান।



 

Show all comments
  • Anowar Hossain ৫ অক্টোবর, ২০২১, ৬:৪৫ এএম says : 0
    গাড়িটা ব্যবহার যোগ্য ছিল না বিধায় সে নিজেই এই কাজটা করে গণমাধ্যমে জানাইছে
    Total Reply(0) Reply
  • Abu Bkr ৫ অক্টোবর, ২০২১, ৬:৪৫ এএম says : 0
    Sinner should be punished immediately
    Total Reply(0) Reply
  • Khan Raju ৫ অক্টোবর, ২০২১, ৬:৪৬ এএম says : 0
    শিলা বৃষ্টিতে ভেংগে গেছে।
    Total Reply(0) Reply
  • Kalam Mondol ৫ অক্টোবর, ২০২১, ৬:৪৬ এএম says : 0
    মতের পার্থক্য থাকতে পারে, তাই বলে আঘাত করা ঠিক না
    Total Reply(0) Reply
  • Kamruzzaman Kajol ৫ অক্টোবর, ২০২১, ৬:৪৭ এএম says : 1
    তিব্র নিন্দা জানাই হামলা কারী দের
    Total Reply(0) Reply
  • Abubaniul Alam ৫ অক্টোবর, ২০২১, ৬:৪৭ এএম says : 1
    এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিউলিপ সিদ্দিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ