Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুট পারমিটহীন বাসের বিরুদ্ধে যৌথ অভিযান

ডিএসসিসি ও বিআরটিএ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

রাজধানীতে রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে ডিএসসিসি ও বিআরটিএ যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা চৌধুরি ও ডিএমপি›র প্রতিনিধি অংশ নেন। গতকাল সোমবার সকাল থেকে এ অভিযান চলে।
এ যৌথ অভিযানে বাহন পরিবহনকে ৫ হাজার, ভিক্টর ক্লাসিক পরিবহনকে ১০ হাজার, শিকড় পরিবহনকে ২ হাজার, মেঘলা পরিবহনকে ২ হাজার, ফাল্গুনি মধুমতি পরিবহনকে ৫ হাজার, রুপান্তর পরিবহনকে ৩ হাজার, মনজিদ পরিবহনকে ৪ হাজার, হিমাচল পরিবহনকে ৮ হাজার, ৬ নম্বর পরিবহনকে ৪ হাজার এবং একটি সিএনজিকে ২ শত টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ১০ মামলায় ৪৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও খাজাবাবা পরিবহন ও গ্রীন ঢাকা পরিবহনের দুটি বাসের রুট পারমিট স্থগিত করা হয়েছে। বিআরটিএ সূত্র জানায়, এ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসসিসি

২৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ