Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ড্রাইভার সুমনের ঘাতক গ্রেফতার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ২:০৩ পিএম

গত ২৯ সেপ্টেম্বর রাতে বগুড়া শহরের কানছগাড়িতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সুমন ড্রাইভারের ঘাতক বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ অক্টোবর (রোববার) রাতে বগুড়ার ডিবি ও বনানী পুলিশ ফাঁড়ির টিমের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার কাহালুর মুড়ইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ঘাতক বাবু বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় এলাকার আব্দুস সামাদের পুত্র। গ্রেফতারের পর সে পুলিশের কাছে সুমনকে হত্যার কথা স্বীকার করেছে। পুলিশকে সে জানায় কানুছগাড়ি এলাকায় রাস্তায় প্রাইকেট কার থামিয়ে স্থানীয় একটি গ্যারেজে প্র¯্রাব করতে যায় সুমন। এটা নিয়েই দ’ুজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরেই ঘটনার পর রাগে উন্মত্ত্ হয়ে এক সহযোগি সহ সুমনকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে লোকজন সুমনকে হাসপাতালে নিলেও অতিরিক্ত রক্ত ক্ষরনে সে মারা যায় ।
সোমবার দুপুরে বগুড়ার এসপি কার্যালয়ে পুলিশ সুপার সুদিপ কুমার এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এই তথ্য অবহিত করেন। তিনি জানান , আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করে তাকে জেল হাজতে পাঠানো হবে।
নিহত সুমন ড্রাইভার রংপুরের আব্দুল খালেকের পুত্র। সে বগুড়ার সাবগ্রামে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল । পেশায় ড্রাইভার হলেও নিজের প্রাইকেট কার ছিল তার ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ