Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের কবরীর গুলশানের বাড়ি দখলের চেষ্টা, থানায় জিডি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১১:৪৫ এএম

প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর গুলশানের বাড়িতে আবারও অপরিচিত লোকজনের আনাগোনার অভিযোগ উঠেছে। গত ২৭ সেপ্টেম্বর রাতে কয়েকজন অপরিচিত লোক কবরীর বাসায় ঢুকে পড়েন। পরে মানুষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। অভিনেত্রীর ছোট ছেলে শাকের ওসমান চিশতী অভিযোগ করে বলছেন, তাদের বাড়িটি দখলের অপচেষ্টা করেছে। এ ব্যাপারে গত ২৮ সেপ্টেম্বর গুলশান থানায় জিডি করেন তিনি।

জিডি সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে কবরীর গুলশান লেক পাড়ের বাসায় তার ছেলে সিসি ক্যামেরায় দেখেন, কিছু লোক তাদের বাসার গ্রাউন্ড ফ্লোরের বাতি নিভিয়ে দিয়েছে। এর ঠিক ২০ মিনিট পর অর্থাৎ ২টা ৫০ মিনিটে সিসি ক্যামেরায় তিন ব্যক্তিকে বাসার সিঁড়ি দিয়ে তিনি নামতে দেখেন। এ অবস্থায় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। পুলিশের উপস্থিত টের পেয়ে অপরিচিত লোকজনেরা মোটরসাইকেলে সেখান থেকে চলে যায় বলেও জিডিতে জানান তিনি।

এ বিষয়ে শাকের ওসমান চিশতী গণমাধ্যমকে জানান, ‘তার মা বেঁচে থাকা অবস্থায় এই বাড়ি নিয়ে একটি চক্র নানান ষড়যন্ত্র করেছিল। মাকে লাঞ্ছিত ও হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। ওরা ভেবেছে, মা এখন আর নেই। এখন সহজে বাড়িটি দখল করতে পারবে! দেশে তো আইন-আদালত সব আছে।’

২৭ সেপ্টেম্বর শাকের ওসমান চিশতীর ফোনে ঘটনাস্থলে যাওয়া গুলশান থানার উপ-পরিদর্শক আজিজুল হককে বলেন, ‘ওই দিন রাতে শাকের চিশতী সাহেবের ফোনে আমরা কবরীর বাসায় যাই। সেখানে কিছু লোকজন এসেছিল বলে আমরা জানতে পেরেছি। তারা কে বা কি উদ্দেশ্য এসেছিল আমরা তা জানি না। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

উল্লেখ্য, গুলশানের সেই বাড়ির জমির মালিক প্রয়াত অভিনেত্রী কবরী। তিনি একটি ডেভেলপার কোম্পানিকে দিয়ে পাঁচতলা এই বাড়িটি নির্মাণ করান। এর আগে তাকে লাঞ্ছিত করার ঘটনায় ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় একটি জিডি করেছিলেন তিনি। ওই জিডিতে বাড়িটি নিয়ে আদালতে মামলা রয়েছে এবং আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে উল্লেখ করেছিলেন কবরী। সে সময় তিনি একটি গণমাধ্যমকে বলেছিলেন, তার বাড়ির দুটি ফ্ল্যাটের মালিকরা সার্ভিস চার্জ দিচ্ছেন না। তারা বাড়িটি দখলের পাঁয়তারা করছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দখল

১৩ ডিসেম্বর, ২০২২
১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ