Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে জ্বালানি পরিস্থিতি উত্তরণে নামছে সেনাবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:০৯ এএম

ইংল্যান্ড চলছে তীব্র জ্বালানী তেলের সংকট। পরিস্থিতি দ্রæত নিয়ন্ত্রণে আনতে দেশটির সরকার আগামী সোমবার থেকে মাঠে সেনাবাহিনী নামানোর ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীকে সার্বিক প্রস্তুত নিতে দেশটির কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে। দেশটির বাণিজ্যমন্ত্রী কোয়াসি কোয়ারটেং গত সোমবার বলেছিলেন, ‘প্রয়োজন হলে, জ্বালানীর জন্য তৈরি হওয়া চাপ কমাতে অস্থায়ী পদক্ষেপ হিসেবে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত সক্ষমতা যোগানো হবে।’ দেশটিতে সরবরাহ জনিত সংকটের কারণে এই সংকট দেখা দিয়েছে। দেশটির তেলের পাম্পগুলো এখন নোটিশ ঝুলছে যে ‘দুঃখিত, তেল নেই। আর এতেই বিপাকে পড়েছেন গাড়ির মালিকেরা। জ্বালানী সংকটের জেরে দেশটির পাম্পগুলোর সামনে লম্বা লাইন পড়ছে প্রতিদিন। এতে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। মূলত এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য ব্রিটিশ সরকার সোমবার থেকে দেশটিতে সেনাবাহিনী নামানোর ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, দেশটির কাছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানী থাকলেও মূলত ট্রাক ড্রাইভার সংকটের কারণে পাম্পগুলোতে ঠিক সময়ে তেল পৌঁছানো সম্ভব হচ্ছে না। সংকট সমাধানে দেশটির সরকার ইতোমধ্যে ৫ হাজার বিদেশি ট্রাক চালককে অস্থায়ী ভিসা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। গ্রীনফ্লিট ডটনেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাবাহিনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ