পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এবার রঙ তুলিতে চট্টগ্রামের ফুসফুস সিআরবি সুরক্ষার দাবি জানিয়েছেন চট্টগ্রামের শিল্পীরা। হাসপাতালের নামে বাণিজ্যিক স্থাপনার মাধ্যমে সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে লাগাতার আন্দোলনের অংশ হিসাবে নাগরিক সমাজ, চট্টগ্রাম প্রতিবাদী এই ছবি আঁকার আয়োজন করে। গতকাল মঙ্গলবার সিআরবি শিরীষ তলায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান প্রবীণ সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।
চট্টগ্রামের নামকরা ১৮ জন শিল্পী এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন চলবে ছবি আঁকা। এসব ছবি সিআরবি সাত রাস্তার মাথায় টাঙানো হচ্ছে। প্রাচ্যের রানী চট্টগ্রামের পাহাড়, বন, পরিবেশ ধ্বংসের চিত্র তুলে ধরা হয়। এ সময় কবি, সাংবাদিক আবুল মোমেনসহ নাগরিক সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে সিআরবি সাত রাস্তার মাথায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, যারা এখন প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে সিআরবিতে হাসপাতালের পক্ষে বক্তব্য দিচ্ছেন তারা জনগণের প্রাণস্পন্দন বুঝতে পারছেন না। কারণ অতীতে জনগণের কোন আন্দোলনে তারা ছিলেন না।
চাটগাঁবাসীর প্রাণের দাবি সিআরবিকে রক্ষা করা। এ দাবির বিরুদ্ধে যারা যাবেন তারা গণবিচ্ছিন্ন। সিআরবি রক্ষার দাবিতে জনগণ ঐক্যবদ্ধ। অবশ্যই জনগণের এ দাবি মানতে হবে। সমাবেশে নাগরিক সমাজ চট্টগ্রাম ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।