Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অকাস চুক্তি পরমাণু অপসারণ প্রচেষ্টায় হুমকি : রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

অস্ট্রেলিয়ার সাথে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিন চুক্তি স্বাক্ষর নিয়ে ফের উদ্বেগ জানিয়ে রাশিয়া বলছে, এই চুক্তির ফলে বিশ্বব্যাপী পরমাণু অপসারণের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে। ত্রিদেশীয় জোটের চুক্তিতে রাশিয়া কিছুটা অস্বস্তিতে ছিলো বলে শুক্রবার স্বীকার করেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের চুক্তির ফলে আগামী কয়েক বছরের মধ্যে অস্ট্রেলিয়া একাধিক পরমাণু শক্তি চালিত সাবমেরিনের সক্ষমতা অর্জন করবে। আর এটি আন্তর্জাতিক পরমাণু অপসারণ ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ মনে করছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান বিশ্বে রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত এবং চীন এই ছয় দেশের কাছে পারমাণবিক চালিত সাবমেরিন রয়েছে। গত মাসে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলায় বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এই চুক্তির ফলে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া। অকাস (এইউকেইউএস) নামে পরিচিত এই চুক্তির আওতায় আরও থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা। চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়তে থাকায় উদ্বিগ্ন চুক্তি স্বাক্ষরকারী দেশ তিনটি। মূলত চীনকে প্রতিরোধ করতে এমন জোট গঠন করেছে এই তিন দেশ। এই চুক্তির ফলে ফ্রান্সের নকশা করা সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। এতে চরম ক্ষুব্ধ ফ্রান্স। দ্য হিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ