Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

দীর্ঘ ২২ বছর এক সাথে রাজনৈতিক অঙ্গনে পথ চলার পর অবশেষে ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। গতকাল শুক্রবার বিকেলে নগরীর বক্সকাল ভাট রোডস্থ দলীয় কার্যালয়ে দিনব্যাপী মজলিসে শুরার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে দলীয় আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাকের উপস্থিতিতে ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন লিখিত বক্তব্যে ২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা দেন। এতে আরো উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা জোবায়ের আহমেদ চৌধুরী, মাওলানা আহমদ আলী কাসেমী, প্রিন্সিপাল মজদুদ্দীন, প্রফেসর আব্দুল হালিম, মুনতাসির আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা তফাজ্জাল হোসেন মিয়াজী,আব্দুল হালিম, অধ্যাপক আব্দুল জলিল ও আমির আলী হাওলাদার।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বিগত ২০১৯ সালের ২৫ জানুয়ারী অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে ২০ দলীয় জোটের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে, পরবর্তী সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত খেলাফত মজলিস জোটের কার্যক্রমে অংশগ্রহণ না করে রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। সে অনুযায়ী দীর্ঘ দুই বছরের অধিক সময় ধরে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে।
২০১৯ সাল থেকে ২০ দলীয় জোটের দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা ও কর্মসূচি নেই। ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে ২০ দলীয় জোটকে কার্যত রাজনৈতিকভাবে অকার্যকর করা হয়।
কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে প্রেস ব্রিফিং সমাপ্ত করা হয়। এতে বলা হয়, খেলাফত মজলিস একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে স্বকীয়-স্বাতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখবে। বর্তমানে অন্য জোটে যাওয়ার সম্ভাবনা নেই বলেও জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কারারুদ্ধ অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের এর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একই সাথে গ্রেফতারকৃত উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের আশু মুক্তির দাবি জানানো হয়।



 

Show all comments
  • MD Hasnain Ahammad ২ অক্টোবর, ২০২১, ১:১৪ এএম says : 0
    কিছু দিন আগেই সিদ্ধান্ত নিলে অনেক ভালো হতো, অন্তত মামুনুল হক গ্রেপ্তার হতে হতো না বলে মনে করি।
    Total Reply(0) Reply
  • Ashique Foyaz ২ অক্টোবর, ২০২১, ১:১৪ এএম says : 0
    সুবিধাবাদী মজলিশ জোটে থাকলে আন্দোলন করতে হবে আন্দোলন করলে মামলা হামলার শিকার হতে হবে সে জন্য কেটে পড়লো।
    Total Reply(0) Reply
  • আব্দুল্লাহ আল নোমান ২ অক্টোবর, ২০২১, ১:১৪ এএম says : 0
    সময়ের সঠিক সিদ্ধান্ত ধন্যবাদ খেলাফত মজলিসের সম্মানিত দায়িত্বশীলদের❤️
    Total Reply(0) Reply
  • Md Hasan Md Hasan ২ অক্টোবর, ২০২১, ১:১৫ এএম says : 0
    আরো আগে যাওয়ার দরকার ছিল এসব লোকজন, দলের জন্য কিচ্ছু হবে না,যার ইচ্ছা হয় দলে থাকবে যার ইচ্ছা হয় থাকবে না???
    Total Reply(0) Reply
  • Sujan Monir ২ অক্টোবর, ২০২১, ১:১৫ এএম says : 0
    বোঝা যাচ্ছে মামুনুল হক সাহেব শিঘ্রই মুক্তি পাচ্ছেন....
    Total Reply(0) Reply
  • মোঃ আনোয়ার আলী ২ অক্টোবর, ২০২১, ৪:৫৮ এএম says : 0
    ধন্যবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলাফত মজলিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ