Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেপ্টেম্বরে বাল্যবিবাহ ১৮৫, ধর্ষণ ১১৭

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম | আপডেট : ১২:১১ এএম, ১ অক্টোবর, ২০২১

সেপ্টেম্বর মাসের ৩০ দিনে সারাদেশে ১৮৫টি বাল্যবিবাহ এবং ১১৭ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ সময়ে ৩৩৮টি কন্যাশিশু এবং ১৮৭ জন নারী নির্যাতনসহ মোট ৫২৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি।

বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মোট ৫২৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ১১৭ জন, এর মধ্যে ৫৮ জন কন্যাশিশু। কন্যাশিশুদের ৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার, ৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। ২ জন কন্যাশিশু ধর্ষণের কারণে আত্মহত্যার শিকার হয়েছে। এছাড়াও ১০ জন কন্যাশিশুসহ ১৫ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়। এক জন কন্যাশিশুসহ ২ জন শ্লীলতাহানির শিকার হয়েছে। ২ জন কন্যাশিশুসহ ৮ জন যৌন নিপীড়নের শিকার হয়। এ সময়ে এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ৪ জনের।
মহিলা পরিষদের প্রতিবেদনে আরও জানায়, ৪ জন কন্যাশিশু উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। ২০ জন কন্যাশিশুসহ ২২ জন অপহরণের ঘটনার শিকার ও ২ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। নারী পাচারের শিকার হয়েছে ৪ জন, এর মধ্যে যৌন পল্লীতে বিক্রি করা হয় ২ জনকে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ২১ জন। এর মধ্যে ৫ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৭ কন্যাশিশুসহ মোট ৩০ জন। বিভিন্ন কারণে ১০ জন কন্যাশিশুসহ ৪৩ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া, ২ জন কন্যাশিশুসহ ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১৫ জন কন্যাশিশুসহ ৩৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১৯০টি। এর মধ্যে বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৫টি। ফতোয়ার ঘটনা ঘটেছে একটি। ৩ জন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৭ জন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ