Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ সদস্যদের ছুটি নিশ্চিত করতে নির্দেশনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

বিধি মোতাবেক পুলিশ সদস্যদের প্রাপ্য ছুটি নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রতি নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। গত বুধবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এ নির্দেশনা দেওয়া হয়। ছুটি সংক্রান্ত এই চিঠিটি পুলিশের সব ইউনিটের প্রধান, ডিআইজি, পুলিশ সুপারদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পুলিশ সদস্যদের কল্যাণ ও সার্বিক গতিশীলতা নিশ্চিত করণের নিমিত্তে আপনার নিয়ন্ত্রণাধীন সব পুলিশ সদস্যদের বিধি মোতাবেক ছুটি প্রাপ্তি নিশ্চিত করণের জন্য অনুরোধ করা হলো।
বর্তমানে পুলিশের সদস্যরা বছরে ২০ দিন সাধারণ ছুটি পান। এছাড়া, বছরে ৩৫ দিন অর্জিত ছুটির পাশাপাশি তিন বছর পরপর রেস্ট অ্যান্ড রিক্রেশন লিভ নামে ১৫ দিনের ছুটিও প্রাপ্য তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ সদস্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ