Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ান এস-৩০০ কিনতে পারে ইরাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

রাশিয়া থেকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র¿ প্রতিরক্ষাব্যবস্থা কেনার চিন্তা করছে বাগদাদ। ইরাকের এক জ্যেষ্ঠ সংসদ সদস্য এ দাবি করেছেন। ইরানের গণমাধ্যম সাউথফ্রন্ট এ তথ্য জানায়। খবরে বলা হয়, দেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো ও শত্রæর আগ্রাসন থেকে দেশকে রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হবে। ইরাকের নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক সংসদীয় কমিটির প্রধান রিদা আল-হায়দারের বরাতে খবরে আরও বলা হয়, বিমানবাহিনীর কমান্ডার জেনারেল শিহাব জাহিদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল স¤প্রতি মস্কো সফর করেছে। সফরে রুশ কর্মকর্তাদের সাথে এস-৩০০ ক্ষেপণাস্ত্র¿ প্রতিরক্ষাব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে চুক্তি করতে আরও কিছু সময় লাগবে বলে জানান রিদা আল-হায়দার। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক সংসদীয় কমিটির এ প্রধান বলেন, বাগদাদ এরই মধ্যে মস্কোর সাথে বেশ কিছু চুক্তি করেছে, যার আওতায় রাশিয়া ইরাকের আর্মার্ড ব্রিগেডকে আধুনিকায়ন করবে। ইরাকি সেনাদের রুশ সামরিক সরঞ্জাম বিশেষ করে ট্যাংক ও আর্মার্ড ভেহিক্যাল ব্যবহারের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সাউথফ্রন্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এস-৩০০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ