গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কামরাঙ্গীরচরে কর্মস্থল থেকে ফেরার পথে ছুরিকাঘাতে মো. রিপন (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। কামরাঙ্গীরচরের রসুলপুরে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
রিপন শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচরের প্রয়াত আলম শরীফের ছেলে। সে রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার একটি শাড়ির দোকানের সেলসম্যান ছিল। সে সপরিবার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে থাকত।
রিপনের বড় ভাইয়ের বন্ধু শুভ মাতবর জানান, রিপন বুধবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরছিল। এ সময় পূর্ব রসুলপুরে তার বাসার কাছে স্থানীয় আরেক কিশোর তার মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই কিশোরের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে রিপনের পেটে ছুরিকাঘাত করে ওই কিশোর।
ছুরিকাঘাতের পর রিপনকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্বজন ও স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।