Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হার্ট ভালো রাখতে কায়িক পরিশ্রম করুন’

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

প্রতিটি মানুষকে নিজের হার্টের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানিয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেছেন, নিজেকে সুস্থ রাখতে চাইলে হার্ট ভালো রাখতে হবে। কায়িকপরিশ্রম করতে হবে, বিলাসী জীবন যাপন থেকে বেরিয়ে আসতে হবে। আর আমাদের বাচ্চারা ফাস্টফুড খাচ্ছে, ওজন বাড়াচ্ছে। মা-বাবাদের এদিকে কোন খেয়াল নেই। এদিকে অভিভাবকদের নজর দিতে হবে। প্রতিদিন সাইকেল চালানোর ও ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস গড়ে তুলুন, নিয়মিত হাঁটুন, ব্যায়াম করুন। নিজের হার্টকে সুস্থ রেখে অন্যের হার্টের সাথে যুক্ত থাকার চেষ্টা করুন।
গতকাল বুধবার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুমিল্লা টাউনল মাঠে হার্টকেয়ার ফাউন্ডেশন-কুমিল্লার আয়োজনে সাইকেল র‌্যালী ও শোভাযাত্রা উদ্বোধনের আগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উদ্বোধনী পর্বে আয়োজক সংগঠন হার্টকেয়ার ফাউন্ডেশন-কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, নিয়মিত ব্যায়াম, কায়িক পরিশ্রম করাসহ আমাদের জীবনধারার পরিবর্তনের মধ্যদিয়ে ঘাতকব্যাধি হৃদরোগ প্রতিরোধে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। করোনাকালে আমাদের প্রত্যেকের হার্টকে আরও বেশি শক্তিশালী করতে হবে। হার্টকে রোগমুক্ত রাখতে নিয়ম মেনে চলতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন দিগন্ত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, হার্টকেয়ার ফাউন্ডেশনের সহসভাপতি ডা. মল্লিকা বিশ্বাস।
এদিকে টাউনহলের মুক্তিযোদ্ধা কর্ণারে হার্টকেয়ার ফাউন্ডেশন-কুমিল্লার উদ্যোগে ফ্রি হার্টক্যাম্পে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ কয়েকজন হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হার্ট

২৬ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ