পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একটি রাষ্ট্রে একজন শিক্ষার্থী হাঁটতে গিয়ে নালায় পড়ে লাশ হবে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে একের পর এক মৃত্যু হলেও সংশ্লিষ্টদের উদাসীনতা আমাদের ব্যথিত করে। জনগণ কোনো অবস্থাতেই কার দায় সেটা দেখতে চায় না। জনগণের প্রত্যাশা নিরাপদে হাঁটাচলার স্বস্তিকর পরিবেশ। গতকাল বুধবার নগরীর আগ্রাবাদের নালায় পড়ে নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়ার বাবা-মাকে সান্ত¡না দিতে গিয়ে সাবেক সিটি প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন এসব কথা বলেন।
তিনি বলেন, সাদিয়ার মতো সন্তান যেকোন পিতা-মাতার জন্য একটি স্বপ্নের বীজের মতো। কিন্তু সে স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেছে নিদারুণ গাফিলতি এবং কর্তব্য অবহেলায়। এজন্য দায়ী কে সেটা না খুঁজে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তিনি। সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের আগামী দিনের গুরুত্বকে অনুধাবন করেই নিজ থেকে উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন যা নিঃসন্দেহে সুখবর। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে সংস্থাগুলোর অদক্ষতা এবং উদাসীনতার কারণে জনভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। মানুষ এ অবস্থা থেকে মুক্তি চায়।
তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে জনভোগান্তি সৃষ্টি করে সরকারবিরোধী উসকানি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
তাদের কার্যতালিকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের পাশাপাশি সংশ্লিষ্ট সড়কটি যান ও জনগণের চলাচল উপযোগী রাখা, নিরাপত্তাবেষ্টনী তৈরি করাসহ প্রতিনিয়ত পানি ছিটিয়ে জনদুর্ভোগ লাঘব করার কথা থাকলেও তারা কোনোটাই মানছে না। এতে করে দুর্ঘটনা বাড়ছে, হারাতে হচ্ছে অমূল্য প্রাণ। এ সময় আওয়ামী লীগের নেতারা তার সাথে ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।