পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
একসাথে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে একজোট হয়েছে চীন ও পাকিস্তান। এ জন্য তারা ‘চায়না-পাকিস্তান মিডিয়া করিডোর’ সৃষ্টি করে তার মধ্য দিয়ে পাল্টা জবাব দেবে। গড়ে তুলবে উন্নত যোগাযোগ ও শক্তিশালী বন্ধন। পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত নং রং বলেছেন, বহিঃশক্তি পর্যায়ক্রমিকভাবে চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে উঠা সম্পর্ককে খর্ব করার চেষ্টা চালিয়ে যাছে। ফলে মঙ্গলবার চীন ও পাকিস্তানি মিডিয়া একসাথে মিথ্যা প্রচারণা মোকাবিলায় একত্রিত হতে প্রতিশ্রæতি দিয়েছে। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডেইলি টাইমস। এসব বিষয় আলোচনা হয়েছে ফার্স্ট চায়না-পাকিস্তান মিডিয়া ফোরামে। তথ্যবহুল সংলাপের মাধ্যমে চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য এই আলোচনার আয়োজন করা হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এর আয়োজন করে ইনস্টিটিউট অব পিস অ্যান্ড ডিপ্লোম্যাটিক স্টাডিজ। অংশগ্রহণকারীরা যুক্তি দেখান যে, দীর্ঘস্থায়িত্বের ভিত্তিতে চায়না-পাকিস্তান মিডিয়ার একসাথে কাজ করা উচিত এবং মিথ্যা খবরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা উচিত। সিদ্ধান্ত হয়েছে চ্যালেঞ্জ মোকাবিলা এবং একসাথে কাজ করার সুযোগ গড়ে তোলার জন্য নিয়মিত আয়োজন করা হবে মিডিয়া ফোরামের আলোচনা। এতে উভয় দেশের প্রাজ্ঞ বক্তারা চীন ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করার ওপর জোর দেন। যোগাযোগের মাধ্যমকে আরো সমৃদ্ধ করার মধ্য দিয়ে এই সম্পর্ককে আরো বেগবান করার আহŸান জানান। চায়না-পাকিস্তান মিডিয়া ফোরাম এবং ইনস্টিটিউট অব পিস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের প্রতিষ্ঠাতা ফরহাদ আসিফ উদ্বোধনী বক্তব্যে জানান, উভয় দেশের মিডিয়া গ্রæপের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করার জন্য গড়ে তোলা হয়েছে এই প্লাটফরম। তিনি আরো বলেন, শুধু খবরের জন্যই চায়না পাকিস্তান মিডিয়া ফোরাম শক্তিশালী হবে এমন নয়। একই সাথে চলচিত্র, নাটক, টিভি, ট্রাভেল গাইড, অনুবাদ ও অন্যান্য সেবাখাতে যোগযোগের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হবে এটি। সিনেট স্ট্যান্ডিং কমিটি অন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের চেয়ারম্যান জাভেদ খান বলেছেন, পাকিস্তান ও চীনের মধ্যকার সম্পর্ককে বিপন্ন করতে এবং সিপিইসিকে ক্ষতিগ্রস্ত করতে ভুয়া খবর এবং প্রচারণা অব্যাহত আছে। কিন্তু এ দুটি দেশের মিডিয়া নেতিবাচক খবরকে কাউন্টার দেবে, যেসব খবর কৃত্রিমভাবে পাকিস্তান ও চীনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার জন্য তৈরি করা হয়। এমন একটি ফোরাম খুব গুরুত্বপূর্ণ, সময়োপযোগী। পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত নং রং বলেছেন, মিডিয়ার শক্তিশালী প্রচারণা ও মিথ্যা তথ্যের মোকাবিলা করছে চীন ও পাকিস্তান। বাইরের কিছু শক্তি শত্রæর মতো আচরণ করছে এবং তারা চীন ও পাকিস্তানের মধ্যে পর্যায়ক্রমে যে উন্নয়ন হয়েছে, তাকে খর্ব করার চেষ্টা করছে। তাই এ দুটি দেশের মিডিয়ার উচিত সত্য, ন্যায়নিষ্ঠ এবং সুষ্ঠু বিষয়গুলোকে অনুমোদন দিতে কাজ করা। এর মধ্য দিয়ে তাদেরকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ইতিবাচক শক্তি হয়ে উঠা উচিত। এরই মধ্যে চীনা ভাষা এবং উর্দু ভাষা বোঝার জন্য চীন চালু করেছে উর্দু মিডিয়া সার্ভিস। এর মধ্য দিয়ে জনগণের মধ্যে যেসব নেতিবাচক তথ্য ছড়িয়ে দেয়া হয়, তা মোকাবিলা করা হবে। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি হবে। ডেইলি টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।