Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীর সাব্বির নির্মিত প্রথম সিনেমার কাজ শেষ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

সরকারী অনুদানপ্রাপ্ত অভিনেতা-নির্মাতা মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’-এর নির্মাণ কাজ শেষ হয়েছে। শিঘ্রই এটি সেন্সরবোর্ডে জমা দেয়া হবে। মীর সাব্বির বলেন, ‘রাত জাগা ফুল-আমার প্রথম সিনেমা, আমার প্রথম সন্তানের মতো। এটি নিয়ে আমি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে এসেছি। স্বপ্নটা’র সঙ্গে অনেক কিছু সম্পৃক্ত। সেই স্বপ্ন পূরণে একটি পুরো টিমের সমন্বয় জরুরী। সিনেমাটি শেষ হওয়ার পর আমরা যখন সিনেমাটি দেখলাম, তখন আমরা এক ধরনের প্রশান্তি অনুভব করেছি। এই প্রশান্তি যদি দর্শকও অনুভব করে, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সিনেমা দেখে দর্শক স্বপ্ন দেখবে, তাদের মনে প্রেম-ভালোবাসা জেগে উঠবে, নতুন দিনের আশায় বেঁচে থাকবেন, সেই আশাজাগানিয়া গল্প আমার সিনেমায় আছে। তাই আমি আমার সিনেমাটি নিয়ে খুব খুব আশাবাদী।’ সাব্বির জানান, আগামী ডিসেম্বরের মধ্যে সিনেমাটি মুক্তি দিবেন। সিনেমাটির গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। আরও অভিনয় করেছেন, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ডা. এজাজুল ইসলাম, ফজলুর রহমান বাবু, নাজনীন চুমিক, রাশেদ মামুন অপু, আবু হোরায়রা তানভীর, ঐশী। সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন মীর সাব্বির। প্রযোজনা করেছে ‘ফুলঝুরি মিডিয়া লিমিটেড’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ