Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ইনজামাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

হাসপাতালে ভর্তি করা হইছে পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং তারকা ক্রিকেটার ইনজামাম-উল হককে। পাকিস্তানের গণমাধ্যমের স‚ত্রে জানা গেছে ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের মৃদু হার্ট অ্যাটাক হয়েছে। লাহোরের বেসরকারি একটি হাসপাতালে গতপরশু সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে ভর্তি হন ইনজামাম-উল-হক। সেখানে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় সাবেক পাকিস্তান অধিনায়কের বুকে একটি ‘বøক’ রয়েছে। ফলে তৎক্ষনাৎ তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে এবং বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন বলে জানা গেছে।
ইনজামাম-উল-হকের ম্যানেজার সাংবাদিকদের জানিয়েছেন, গেল তিন দিন ধরেই বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। কিন্তু সোমবার নিজ বাড়িতে অবস্থানকালে সেই ব্যথা বেড়ে যায়। ফলে তৎক্ষনাৎ তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইনজামামকে দেশটির অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য করা হয়। ব্যাট হাতেও পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ছিলেন ডানহাতি এই ক্রিকেটার। পাকিস্তানের পক্ষে ওয়ানডে ক্রিকেট সর্বাধিক রানের রেকর্ডটি ইনজামাম-উল-হকের দখলেই । ৩৭৫টি ওয়ানডে ম্যাচে ১১৭০১ রান করেছেন তিনি। আর ১১৯ ম্যাচের টেস্টে ক্যারিয়ারের তার রান সংখ্যা ৮৮২৯ রান।
২০০৭ সালে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছিলেন ইনজামাম-উল-হক। অবসর গ্রহণের পর পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এরপর কিছুদিন আফগানিস্তান জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেন তিনি। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ