Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৫:১৩ পিএম

নেছারাবাদে বিষ্ণুকাঠি গ্রামে ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাম্মাত শেখ (২৩)নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর ওই যুবককে পুলিশ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তাম্মাতকে মঙ্গলবার পিরোজপুর কোর্টে প্রেরন করা হয়েছে। ধর্ষিতা ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতারকৃত তাম্মাত গোবিন্দগুহকাঠি গ্রামের নুরুল হকের পুত্র।

ধর্ষিতার মা জানান তাম্মাত ওই ছাত্রীকে ফুসলিয়ে বিষ্ণুকাঠি গ্রামের একটি বাগানের মধ্যে নিয়ে জোড় পুর্বক ধর্ষণ করে।

নেছারাবাদ(স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন,আসামী তাম্মাতকে কোর্টে এবং ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ