Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার জন্মদিনে নেটিজেনদের শুভেচ্ছা

শাহেদ নুর | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ২:২২ পিএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম। দেশের চারবারের এই প্রধানমন্ত্রীর জন্মদিনে সরকারি ও বেসরকারিভাবে নেয়া হয়েছে নানা কর্মসূচি। বিভিন্ন মহল থেকে জানানো হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছে নেটিজনরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে শিক্ষাজীবন থেকেই প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, সামরিক শাসন জারি ও রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় প্রধানের দায়িত্ব নেন শেখ হাসিনা

১৯৮১ সাল থেকে টানা চল্লিশ বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। চারবারের প্রধানমন্ত্রী এবং তিনবারের বিরোধী দলীয় নেত্রী তিনি। দীর্ঘ এ সময়ে পাহাড়সম অর্জন রয়েছে শেখ হাসিনার। দেশীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কার রয়েছে তার ঝুঁলিতে। এসব অর্জনের পাশাপাশি হত্যা চেষ্টার শিকারও হয়েছেন ১৯ বার। জীবনের ঝুঁকি থাকলেও থেমে যাননি সাহসী এ নারী। তিনি আজ বিশ্বের অন্যতম সাহসী নারী নেত্রী।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ফেইসবুকে লিখেছেন, ‘আপনার কাছে এই জাতি, এই প্রজন্ম থাকবে চিরঋণী। অন্ধকারের পথ থেকে দিকভ্রান্ত জাতিকে টেনে এনেছেন, সাহস জুগিয়েছেন, শক্তি দিয়েছেন, এগিয়ে যাওয়ার পাথেয় দিয়েছেন। পিতা মুজিবের জন্মের শতবর্ষে, আপনার ৭৫তম জন্মদিন, বাংলাদেশের সূবর্ণ জয়ন্তীতে, বাংলাদেশের সূবর্ণ যুগের সূচনায়, কামনা করি, আপনি নীরোগ দীর্ঘায়ু হোন, আজীবন দেশের নেতৃত্ব দিয়ে যান। মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আপনার কর্মী হিসেবে দেশের জন্য যেনো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শ্রম দিয়ে যেতে পারি। শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা, জয়তু জননেত্রী শেখ হাসিনা...’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব অনুপ্রেরণা যোগায় আমাদের। দেশের সর্বোপরি উন্নয়নের চাকা সচল রাখায় আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। শুভ জন্মদিন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা!’

গুনী চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, ‘শুভ জন্মদিন বাঙালির আশা ভরসার শেষ আশ্রয়স্থল আধুনিক বাংলাদেশের রূপকার
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

চিত্রনায়িকা নিপুন লিখেছেন, ‘তিনি জাতির পিতার আদুরে কন্যা , আমাদের অভিভাবক, আমাদের বড় আপা, আমাদের শিক্ষক । তিনি নির্ভীক , তিনি সাহসিকা । তিনি মৃত্যুঞ্জয়ী - তিনি নীল কণ্ঠী । তিনি শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে প্রচন্ড দ্রোহী। তিনি মানবিকা, তিনি শান্তির বাহক। তিনি বিশ্ব বিবেচনায় নন্দিত বিশ্ব নেত্রী। তিনি দেশরত্ন- আমাদের পরম প্রিয় প্রধানমন্রী - জননেত্রী শেখ হাসিনা। আজ আমাদের মহান নেত্রীর শুভ জন্মদিনে- তাঁর সুস্বাস্থ্যএবং দীর্ঘায়ু কামনা করছি।’

শুভেচ্ছা জানিয়ে মুহাম্মদ আরমান মিয়া লিখেছেন, ‘আমরা গর্বিত, কারণ আমাদের একজন শেখ হাসিনা আছেন। যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ.. শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

হোসেন মাহমুদ বেল্লাল লিখেছেন, ‘আপনার হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা।’

সাদিক হোসেন সবুজ লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় বাঙ্গালীর অহংকার, বাঙালি অসহায় মানুষের বন্ধু, বাঙালি মানুষের আশা-ভরসার প্রতীক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’



 

Show all comments
  • Tareq Sabur ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪৩ পিএম says : 0
    জন্ম হোক যথাতথা কর্ম হোক ভাল! আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ