নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেল ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। যদিও এখনো নিজে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেন নি, তবে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’।
ইতোমধ্যেই নিজের টেস্ট ছাড়ার সিদ্ধান্তের কথা ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড এবং টেস্ট অধিনায়ক জো রুটকে জানিয়ে দিয়েছেন মঈন আলী। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই অ্যাশেজ সিরিজ, পরিবার ছেড়ে দীর্ঘদিন বায়ো-বাবলে থাকার ধকল না নিতেই এমন সিদ্ধান্তে পৌঁছেছেন ৩৪ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার।
২০১৪ সালের জুন মাসে ঐতিহাসিক লর্ডস মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ইংল্যান্ডের সাদা জার্সিতে ৬৪টি টেস্ট খেলেছেন মঈন। যেখানে ব্যাট হাতে ২৮.২৯ গড়ে ২৯১৪ রান করার পাশাপাশি ডানহাতি অফস্পিনে নিয়েছেন ১৯৫টি উইকেট।
টেস্টে ১৪টি ফিফটির পাশাপাশি ৫ সেঞ্চুরি আছে মঈন আলীর নামের পাশে, যেখানে তার সর্বোচ্চ ১৫৫ রান। আর বোলিংয়ে ৫বার ইনিংসে পাঁচ উইকেট এবং একবার এক টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি আছে ইংলিশ অলরাউন্ডারের। এই ফরম্যাটে তার সেরা বোলিং বিশ্লেষণ ১০/১১২। তবে টেস্ট ছাড়লেও সাদা বলের ক্রিকেট তথা ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি। সেই সাথে ফ্যাঞ্জাইজিভিত্তিক ক্রিকেটেও খেলবেন ইংলিশ অলরাউন্ডার। তবে প্রথম শ্রেণির ক্রিকেট নিয়ে এখনো জানাননি মঈন আলী।
ক্যারিয়ার জুড়েই টেস্ট ক্রিকেটে বেশ উজ্জ্বল ছিলো মঈন আলীর পারফরম্যান্স। বর্তমানেও আইসিসি টেস্ট অলরাউন্ডারের র্যাংঙ্কিয়ে তিন নম্বরে অবস্থান করছেন ৩৪ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার। ২০০০ টেস্ট রান এবং ১০০ টেস্ট উইকেটের ‘ডাবল’ ছোঁয়ার সময় ইয়ান বোথাম, গ্যারি সোবার্স, ইমরান খানদের মতো কিংবদন্তি অলরাউন্ডারেও পিছনে ফেলেছিলেন মঈন আলী। টেস্ট ক্রিকেটে মাত্র ১৫ জন ইংলিশ বোলার মঈনের চেয়ে বেশি উইকেট নিয়েছেন।
টেস্টে মঈন আলী
ব্যাটিং
ম্যাচ/ইনি. রান সর্বোচ্চ গড় স্ট্রাইক ১০০/৫০
৬৪/১১১ ২৯১৪ ১৫৫* ২৮.২৯ ৫১.১৪ ৫/১৪
বোলিং
ম্যাচ/ইনি. উইকেট সেরা গড় ইকো. ৫/১০
৬৪/১১২ ১৯৫ ৬/৫৩ ৩৬.৬৬ ৩.৬১ ৫/১
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।