Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীর জন্মদিনে চট্টগ্রামে ৪ লাখ টিকা প্রদানের প্রস্তুতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৪ পিএম

আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে চট্টগ্রাম নগরী ও জেলায় করোনাভাইরাসের চার লাখ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি করপোরেশন ও জেলা সিভিল সার্জনের কার্যালয়। এর মধ্যে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ৩ লাখ ৪০ হাজার এবং নগরীতে ৬১ হাজার ৫০০ ডোজ ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। এদিন সারাদেশে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে করোনা ভ্যাকসিন প্রয়োগের বিশেষ কর্মসূচি পালন করা হবে। আমরা চট্টগ্রামেও এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছি। ৭ আগস্টের গণটিকা কর্মসূচির মতো সিভিল সার্জনের কার্যালয়ের তত্ত্বাবধানে ১৫ উপজেলার ইউনিয়ন ও পৌরসভায় ভ্যাকসিন প্রয়োগ করা হবে। নগরীতে হবে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভ্যাকসিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ