বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চোরাই মালামালসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. আলমগীর (২৭), মো. মনজুর আলম (২৫), মো. লিটন (২৬), মো. শওকত (২৬), মো. আব্দুস শুকুর মানিক (২৬) ও মো. ছগির ওরফে সাগর (৫২)। রোববার আকবর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর আকবরশাহ থানার পশ্চিম ফিরোজশাহ এলাকার দোকান মালিক মো. একরামুল করিম দোকান খোলার সময় ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি আসে। তার মধ্যে ২ জন ব্যক্তি খেলনা ক্রয় করার অজুহাত দেখিয়ে দোকানদারকে ব্যস্ত রাখে, অপর একব্যক্তি দোকানদারের পিছনে রাখা ছোট কাধ ব্যাগটি নিয়ে যায়। ব্যাগের ভিতরে থাকা নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকাসহ বিভিন্ন গুরুত্বপ‚র্ণ কাগজপত্র ছিল। পরে থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নগরের বিভিন্ন এলাকা থেকে ৬জনকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।