মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ায় ছোট্ট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহতের ঘটনা ঘটেছে। দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
জানা যায়, আন্তনভ এএন-২৬ বিমানটি রাশিয়ার পুর্বাঞ্চলে গত বুধবার বিধ্বস্ত হয়েছিল। এ প্রসঙ্গে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার বিমানবন্দরগুলোর প্রযুক্তিগত সমস্যা দেখভাল করা একটি প্রতিষ্ঠান বিধ্বস্ত হওয়া বিমানটির মালিক। এটি ৪২ বছরের পুরোনো একটি বিমান। বুধবার এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বিধ্বস্তের বিশয়টি নিশ্চিত করা হয়।
জরুরি সেবা মন্ত্রণালয় আরও জানায়, তারা বৃহস্পতিবার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল বিমানটি।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই।’ এতে ৬ জন অবস্থান করছিলেন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।