Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেই আইসোলেশনে গেলেন বলসোনারো

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ২:৫৫ পিএম

জাতিসংঘের ৭৬ তম অধিবেশন শেষ করে দেশে ফিরেই করোনাভাইরাস আইসোলেশনে গেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। বুধবার (২৩ সেপ্টেম্বর) সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যান তিনি। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন তার স্বাস্থ্যমন্ত্রী।
ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসার সুপারিশ হলো জাতিসংঘ সফরে প্রেসিডেন্টের সফরসঙ্গী সকলকেই আইসোলেশনে থাকতে হবে আর সবাইকে পরীক্ষা করতে হবে। আইসোলেশনে যাওয়ার পর বুধবার একটি বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন বলসোনারো।
গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। সেই সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুয়েইরোগা। এর কয়েক ঘণ্টা পর তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে প্রতিনিধি দলের অন্যদের নেগেটিভ রেজাল্ট এসেছে।
জাতিসংঘের নিয়ম উপেক্ষা করে ভ্যাকসিন না নিয়েই সাধারণ অধিবেশনে যোগ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। কুয়েইরোগা যেদিন করোনা আক্রান্ত হন সেদিন সকালে প্রেসিডেন্ট বলসোনারো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বৈঠকে যোগ দেন তিনি। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ