Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় ৪ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ৪:২৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ শহীদুল ইসলাম (৩০), মোঃ হুমায়ূন আলী (৪৫), মোঃ নবীন (১৯) ও মোঃ সেলিম (২৯)

এসময় তাদের হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ১৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়

র‌্যাব-১১ এর লে: কমান্ডার (মিডিয়া অফিসার) মাহমুদুল হাসান এ তথ্য জানান।
তিনি আরও জানান, ফতুল্লার পঞ্চবটি মোড়ের লালবাগ বিরানী হাউজ এলাকায় বিভিন্ন ধরনের গাড়ির চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক দৈনিক গাড়ি প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ