মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি’র নেতা-কর্মীদের মিছিল-পাল্টা মিছিল শেষে ব্যাপক হাতাহাতির ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে এই ঘটনা ঘটে। এতে বিএনপি’র তিন কর্মী আর আওয়ামী লীগের একজন কর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৩ দিনের যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশে রোববার সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছেছেন। তার আগমন ঘিরে আওয়ামী লীগ ও দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্র্মীরা জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা সমাবেশ আর বিএনপি ও দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করেছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দলীয় কর্মসূচি নিয়ে অনির্ধারিত বৈঠকে মিলিত হন। এ সময় বিএনপি দলীয় কয়েজন নেতা-কর্মী ডাইভাসিটি প্লাজা এলাকায় মিছিল নিয়ে এসে ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নাম ধরে অকথ্য ভাষায় শ্লোগান তুলতে তাদের প্রতিহত করা হয় বলে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা এই প্রতিনিধিকে জানান।
এদিকে ‘ভোটারবিহীন নির্বাচনের প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা এই দাবি করে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী কমিটি যুক্তরাষ্ট্রের নেতা-কর্মীরা শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন শেষে মিছিল করে ৭৩ স্ট্রিট ও ৩৭ এভিনিউর কর্নারে মিছিল করে। এসময় পিছন দিক থেকে যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এছাড়াও বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সাঁটানো জিয়া-খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলে বলে বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন অভিয়োগ করেন। এ সময় আওয়ামী ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এই ঘটনায় বিএনপি’র ৩ জন কর্মী আর আওয়ামী লীগের একজন কর্মী আহত হন বলে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাকসদুল হক ভূঁইয়া এবং যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসাইন জানান।
বিএনপি সংবাদ সম্মেলনে ‘যেখানে শেখ হাসিনা সেখানেই প্রতিবাদ’ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য রাখেন স্বাধীনতার সূবর্ণজয়ন্তী কমিটি যুক্তরাষ্ট্রের সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।