Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে ৪ ইউনিয়নে আ.লীগ-বিএনপি প্রার্থী চূড়ান্ত

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের সখিপুর উপজেলার চারটি ইউনিয়নে আ.লীগ-বিএনপি মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৫ম ধাপে আগামী ২৮ মে সখিপুর উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আ.লীগ-বিএনপি তাদের মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়েছে। দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে-কাঁকড়াজান ইউনিয়নে উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহজাহান সাজু(বিএনপি), উপজেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক তারিকুল ইসলাম বিদ্যুৎ(আ.লীগ), কালিয়া ইউনিয়নে উপজেলা আ.লীগ সদস্য ও উপজেলা শিক্ষক সমিতি তিনবারের সাবেক সভাপতি কামরুল হাসান উরফে হারেচ বিএসসি(আ.লীগ), উপজেলা যুবদল নেতা লিটন আহমেদ আকাশ(বিএনপি), হাতীবান্ধা ইউনিয়নে ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সামাদ(বিএনপি), উপজেলা আ’লীগ সাবেক সহ-সভাপতি তিনবারের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন(আ.লীগ), বহেড়াতৈল ইউনিয়নে ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক সোহেল সরকার(আ.লীগ) এ ইউনিয়নে বিএনপি এখনো তাদের মনোনীত প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। উক্ত চারটি ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হবার সম্ভাবনা থাকলেও বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী থাকবে না বলে স্ব স্ব ইউনিয়নের আ’লীগ-বিএনপি’র নেতা/কর্মীদের সাথে আলাপ করে জানা গেছে। উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার এবং উপজেলা বিএনপি সিনিয়র যগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু বলেন, দলের সাংগঠনিক নিয়মে তৃণমূল, ইউনিয়ন, উপজেলা, জেলা নেতৃবৃন্দের সমন্বয়ে স্ব স্ব ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সখিপুরে ৪ ইউনিয়নে আ.লীগ-বিএনপি প্রার্থী চূড়ান্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ