প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দাম্পত্য জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বিয়ে পাস’। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা ওসমান মিরাজ। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর উত্তরায়। বর্তমানের সম্পাদনার টেবিলে রয়েছে নাটকটি।
বিয়ের পরে মানুষের জীবনে বেশ কিছু পরিবর্তন আসে। আর সেই পরিবর্তনটা কেমন হয়, তা দেখা যাবে এই নাটকে। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। এছাড়া আরও অভিনয় করেছেন তুতিয়া পাপিয়া, রাইসাসহ আরো অনেকে।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা জোভান বলেন, ‘নাটকের গল্পটি সমসাময়িক। দাম্পত্য জীবনের নানা খুঁটিনাটি এতে দেখানো হবে। এ নাটকে তানজিন তিশার সঙ্গে আমার রসায়ন দর্শক আবারও গ্রহণ করবেন বলে আশা করছি।’
নির্মাতা ওসমান মিরাজ বলেন, ‘বিয়ের পর প্রথম এক বছর সবাই জীবনের পরিবর্তন উপভোগ করেন। কিন্তু পরের বছর থেকেই তা অসহ্য লাগতে শুরু করে অনেকের! ‘বিয়ে পাস’ এমনই গল্পে রোমান্টিক-কমেডি ধাঁচের একটি নাটক। নাটকে জোভান-তিশা চমৎকার অভিনয় করেছেন। আশা করছি, দর্শক নাটকটি বেশ উপভোগ করবেন।’
প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল প্রিমিয়ার স্টেশনের ব্যানারে নির্মিত ‘বিয়ে পাস’ নাটকটি আগামী ২২ সেপ্টেম্বর বাংলাভিশনে প্রচার হবে। এরপর নাটকটি ইউটিউবেও দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।