Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে হচ্ছে না রাস্তা খারাপ বলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

: খারাপ রাস্তা নিয়ে দীর্ঘদিনের সমস্যায় ভুগছে ভারতের কর্নাটকের দাবাংগিরি এলাকা। সেই সমস্যার কথা মনে করিয়ে দিয়ে ওই এলাকার বাসিন্দা এক স্কুলশিক্ষিকা চিঠি লিখেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রীর দপ্তরে। চিঠিতে তার অভিযোগ, রাস্তা খারাপ। সেই কারণেই বিয়ে হচ্ছে না গ্রামে অনেক মেয়ের। রাস্তা অবিলম্বে ঠিক না করলে শুধু যাতায়াতের অসুবিধা হবে তাই নয়, অনেকের পারিবারিক জীবনেও নেমে আসবে বিপর্যয়। স্কুলশিক্ষিকা সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের এলাকায় রাস্তার হাল খুবই খারাপ। অনেকের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয় এই রাস্তার কারণে। যাতায়াতের রাস্তা খারাপ হওয়ায় যোগাযোগ রাখতে চান না অনেকে। রাতে রোগী নিয়ে যেতে অসুবিধা হয়। এই পরিস্থিতিতে প্রশাসন দ্রæত ব্যবস্থা না নিলে মুশকিল। চিঠির দ্রæত জবাব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও। বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু হবে। স্থানীয় পঞ্চায়েত জানিয়েছেন, ইতোমধ্যে এক থেকে দু লাখ টাকা খরচ করা হয়েছে রাস্তার জন্য। কিন্তু এই সামান্য টাকায় কিছু হবে না। দরকার ৫০ লাখ থেকে এক কোটি টাকা। সেই টাকা যত দ্রæত পাওয়া যাবে, তত দ্রæত কাজ করা যাবে। ইন্ডিয়া টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ