Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্যাক্সিতে ছাদবাগান বানিয়ে প্রতিবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

এবার ছাদবাগান দেখা যাচ্ছে থাইল্যান্ডের ট্যাক্সিগুলোর ছাদে। করোনা মহামারিতে ট্যাক্সি পরিচালনা কোম্পানি, এর চালকরা পড়েছেন বিপর্যয়ের মুখে। এক্ষেত্রে সরকারি সরাসরি কোনো সাপোর্ট তারা পাননি। তাই প্রতিবাদের ভাষা হিসেবে ট্যাক্সির ছাদে সাজিয়েছেন বাগান। ট্যাক্সি পরিচালনা করে এমন দুটি অপারেটর তাদের ট্যাক্সির ছাদে এমন ছোট ছোট বাগান সাজিয়েছে। এ ক্ষেত্রে চারপাশে ব্যবহার করা হয়েছে বাঁশের ফ্রেম। তার ওপর বিছিয়ে দেয়া হয়েছে প্লাস্টিকের ফেলে দেয়া কালো ব্যাগ। তারও ওপরে বিছিয়ে দেয়া হয়েছে মাটি। অবশেষে এই মাটিতে রোপণ করা হয়েছে নানা রকম সবজি। যেমন টমেটো, শসা, সিম। ট্যাক্সির চাহিদা কম রাজপথে। তাই অপারেটরদের কার পার্কে অলস সারি বেঁধে দাঁড়িয়ে আছে এসব ট্যাক্সি। তা যেকারো দৃষ্টি আকর্ষণ করবে। দেখে মনে হবে কোনো চিত্রশিল্পীর আঁকা ছবি প্রদর্শন করা হচ্ছে। করোনা মহামারি এবং তার প্রেক্ষিতে লকডাউনে এই শিল্প যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন ট্যাক্সির চালক ও অপারেটররা- তার প্রতি দৃষ্টি ফেরানোর জন্য এই আয়োজন। রাতচাপ্রুক এবং বোভোর্ন ট্যাক্সি কোঅপারেটরদের মাত্র ৫০০ ট্যাক্সি এখন রাজধানী ব্যাংককের রাস্তায় যাত্রী খুঁজছে। অন্যদিকে শহরের আশপাশে অলস বসে আছে ২৫০০ ট্যাক্সি। ৫৪ বছর বয়সী নির্বাহী থাপাকর্ন আসাওয়ালারকুল এ তথ্য দিয়েছেন। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ