Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টায় তিন লাশ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৪ এএম

চাঁদপুরের ফরিদগঞ্জে গত ২৪ ঘণ্টায় দুই গৃহবধূ ও এক দিনমজুরসহ তিন জনের মৃত্যুর ঘটনায় লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের প্রবাসী জিল্লুর রহমানের মেয়ে ও সাইমুন মোল্লার স্ত্রী আসমা আক্তার (১৯) পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্বামীর পরকিয়ার কারণে এই আত্মহত্যার কারণ বলে জানা গেছে। গুপ্টি পুর্ব ইউনিয়নের আষ্টা গ্রামের প্রবাসী পিন্টু পাওয়ারীর মেয়ে ও প্রবাসী সজুন পাটওয়ারীর স্ত্রী শাহানাজ বেগম পারিবারিক কলহের জের ধরে অভিমান করে চাঁদপুর শহরতলীর বাবার ভাড়া করা বাসায় গত বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

অন্যদিকে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্য পোয়া গ্রামের দিনমজুর ও তিন সন্তানের জনক বাবুল মিয়া (৪৫) গতকাল সকালে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাকে ছেলে মেয়েদের সামনে প্রকাশ্যে মারধর করে কিছু লোক। তার বিচার না পাওয়ায় সে অভিমানে আত্মহত্যা করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি শহিদ হোসেন জানান, মৃত্যুর ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ