Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিহত মেডিকেল ছাত্রের ভর্তি ফি ফেরত পেল পরিবার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:৫৪ পিএম | আপডেট : ৯:২৭ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মর্মান্তিক নৌ-দুর্ঘটনায় নিহত মেডিকেল শিক্ষার্থী আরিফ বিল্লাহ মামুনের ভর্তি ফি ফেরত দিয়েছেন গ্রীন লাইফ মেডিকেল কলেজ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার পান্থপথে গ্রীন লাইফ মেডিকেল কলেজ এর অধ্যক্ষের কার্যালয়ে এ চেক প্রদান করেন কর্তৃপক্ষ।

আরিফ বিল্লাহ মামুনের পরিবারের ঘনিষ্ঠজন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মোঃ মহিউদ্দিন খোকনের সার্বিক সহযোগীতায় গ্রীন লাইফ মেডিকেল কলেজ থেকে এ ভর্তি ফি’র টাকা ফেরত পান বলে জানিয়েছেন নিহত আরিফ বিল্লাহ মামুনের বাবা জহিরুল হক ভুঁইয়া।

ভর্তি ফি বাবদ ১৮ লাখ টাকার চেকটি আরিফ বিল্লাহ মামুনের বাবা জহিরুল হক ভুঁইয়ার হাতে তুলে দেন গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম বায়েজিদ হোসাইন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গ্রীন লাইফ মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক আফতাব উদ্দিন কুতুবী, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মোঃ মহিউদ্দিন খোকন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট ২০২১ ইং তারিখ বিকেল পৌনে ৬ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শেখ হাসিনা সড়কের লইছকা বিল সংলগ্ন নদীতে বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষ বাঁধে। এসময় যাত্রীবাহী নৌকাটি নদীর পানিতে তলিয়ে যায়। এতে ২৩ জন নিহত হন ও আহত হন আরো অর্ধশত। নিহত ২৩ জনের মধ্যে মেডিকেল শিক্ষার্থী আরিফ বিল্লাহ মামুন মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাহ্মণবাড়িয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ