Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া পুলিশের অভিযানে সাইবার ক্রিমিনাল গ্রেফতার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৬ পিএম

বগুড়ার শেরপুরের এক স্বামী পরিত্যক্তা ও প্রাক্তন গার্মেন্টস কর্মিকে প্রেমের ফাঁদে ফেলে তার দুর্বল মুহূর্তের কিছু ছবি মোবাইলে হাতিয়ে নেওয়ার অভিযোগে মনির হোসেন (২৯) নামের এক সাইবার ক্রিমিনালকে গ্রেফতার করেছে বগুড়ার সাইবার পুলিশ ।

মঙ্গলবার প্রযুক্তির সহায়তায় তার অবস্থান চিহ্নিত করে রাজধানীর সাভার এলাকা থেকে গ্রেফতার করা হয় । বুধবার তার বিরুদ্ধে মামলা করে শেরপুর থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় । গ্রেফতারকৃত মনির মোঃ মনির হোসেন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকার রিয়াজ উদ্দিনের পুত্র ।
গ্রেফতারের পর মনির স্বীকার করে সে মোবাইল ফোনে মেয়েদের সাথে সম্পর্ক তৈরী করে তাদের নগ্ন / অর্ধ নগ্ন ছবি কৌশলে সংগ্রহ করে তাদের কারো সাথে বৈবাহিক সাময়িক সম্পর্ক স্থাপন করে । কারো কাছে বøাকমেইল করে অর্থ হাতিয়ে নেয় ।

বগুড়ার শেরপুরের এক স্বামী পরিত্যাক্তা গার্মেন্টস কর্মির সাথে একই প্রতারনা করলে মেয়েটি বগুড়া পুলিশের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললে পুলিম সুপারের নির্দেশে বগুড়ার সাইবার পুলিশ টিম বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে । ১৪ সেপ্টেম্বর মনিরের অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেফতার করে বলে বগুড়া পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ