Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় বছর পর খুলনার ৭ পার্ক খুলছে আগামীকাল

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৪:০৯ পিএম

স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থেকে খুলছে খুলনা মহানগরীর সাতটি পার্ক। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নিয়ন্ত্রিত পার্কগুলো দীর্ঘ ১৮ মাস পর খুলে দেয়ার সিদ্ধান্তে খুশি শিশু কিশোর ও অভিভাবকরা।

কেসিসি'র এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, কেসিসি কর্তৃক নিয়ন্ত্রিত সাতটি পার্ক রয়েছে। যার মধ্যে লিনিয়ার পার্ক কয়েক দিন আগে খুলে দেয়া হয়েছে। খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের ভেতরে কাজ করা হবে যার জন্য আপাতত বন্ধ থাকবে। এছাড়া বাকি হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, সোলার পার্ক, গোলকমনি পার্ক, নিরালা পার্ক ১৮ মাস পর আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে খুলে দেয়া হচ্ছে।

জাতিসংঘ শিশু পার্ক পরিবেশ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা বলেন, পার্ক খুলে দেয়ার সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র। এ জন্য তাকে ধন্যবাদ। দর্শনার্থীদের পার্কে স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৯ মার্চ থেকে নগরীর সাতটি পার্কে জনসমাগম বন্ধ করে দেয়া হয়। সেই থেকে পার্কগুলো বন্ধ ছিল। ঘরবন্দী শিশুদের নিয়ে বিপাকে পড়েছিলেন অভিভাবকরা। এছাড়া এসব পার্কে প্রতিদিন প্রাতঃভ্রমণ ও শরীরচর্চা করতেন যারা, তারাও ছিলেন মহাবিপাকে।

গত ১৯ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুসারে দেশের সব বিনোদনকেন্দ্র খুলো দেয়া হলেও খোলা হয়নি খুলনার পার্কগুলো। এ নিয়ে শিশু কিশোর থেকে শুরু করে অভিভাবক ও নাগরিক নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। তারা নানাভাবে সিটি মেয়রের কাছে দাবি জানিয়ে আসছিলেন পার্কগুলো খুলে দেয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পার্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ