Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে ছয় মাসে করোনায় অর্ধলক্ষাধিক মানুষের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে ৫০ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিক এক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সেখানে এমনটাই উল্লেখ করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) এই পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালের ২ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৫১ হাজার ২৮১ জনের মৃত্যু হয়েছে। পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়েছে যে, এই ৫১ হাজার ২৮১ জনের মধ্যে করোনার টিকা না নেওয়া ছিলেন ৩৮ হাজার ৯৬৪ জন। আর বাকি ১১ হাজার ৬৭৭ জন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। আর দুই ডোজ টিকা নিয়েও মারা গেছেন ৬৪০ জন। শতাংশের হিসাবে যা মোট মৃত্যুর ১.২ শতাংশ। দুই ডোজ টিকা নিয়েও যারা মারা গেছেন তাদের গড় বয়স ছিল ৮৪ বছর। অবাক করা বিষয় হচ্ছে একই সময়ে যুক্তরাজ্যে ২ লাখ ১৪ হাজার ৭০১ জনের মৃত্যু হয়েছে। তবে তারা কেউ-ই করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ